মানুষের মৌলিক চাহিদার গুরুত্বপূর্ণ একটি হলো চিকিৎসা। ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশন চিকিৎসা সংক্রান্ত একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে রোগীদের কল্যাণে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে কাজ করে যাচ্ছে।
আমাদের স্বপ্ন, বাংলাদেশের মানুষের কাছে চিকিৎসা বিষয়ক তথ্য সহজ থেকে সহজতর হবে। মানুষ রোগকে জয় করবে পূর্ণ আত্মবিশ্বাসে, সবার প্রার্থনায়। আমার, আপনার ও আমাদের একটু ইচ্ছে ও সাহায্যই পারে আমাদের চারপাশকে সুন্দর করতে।
There are 05 types of members in our organisation.
1. Founder Member
2. Genearal Member
3. Life Member
4. Donor Member
5. Honorable Member
বাংলাদেশের রোগীদের তথ্য সংক্রান্ত সাহায্য ও সহযোগীতার সহজীকরণের লক্ষ্য নিয়ে ২০১৬ সালের ২২ নভেম্বর সোশ্যাল মিডিয়া ফেসবুক ভিত্তিক প্লাটফর্ম ট্রিটমেন্ট কমিউনিটি (TREATMENT COMMUNITY) এর যাত্রা শুরু হয়। ২০২২ সালের ২২ নভেম্বর গ্রুপের ৫ম বর্ষ পূর্তিতে 'ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশন' (Treatment Community Foundation) নামে, একটি সামাজিক স্বেচ্ছাসেবী ও অলাভজনক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে।
সহকারী প্রকল্প পরিচালক,
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প,
মৎস্য অধিদপ্তর, গোপালগঞ্জ